উত্তর: দাঁতের ফাঁকে আটকে থাকা সুপারি বা খাবারের টুকরো দাঁতের ফাঁক থেকে বের করে ফেলে দিতে হবে। দাঁতের ফাঁক থেকে বের করে ইচ্ছাকৃত গিলে ফেলা ঠিক নয়। সুপারির টুকরো ছোলার পরিমান হলে রোযা নষ্ট হয়ে যাবে। আর তারচে’ ছোট হলে রোযা নষ্ট হবে না।
মাবসূত সারাখসী- ৩/৯৩, ফাতাওয়া কাযীখান- ১/১০২, বাদায়েউস সানায়ে- ১/২৪২)।
Leave Your Comments