প্রশ্ন:-সায়াদ সাহেব নামে একব্যক্তির কাছে বাইতুল্লাহ যেতে জেয়ারতে যেতে সক্ষম পরিমাণ টাকা আছে। তার অুনপস্থিতিতে তার কোন সমস্যাও নেই। এমতবস্থায় তার উপর হজ্ব ফরয হবে কিনা?

উত্তর:- যার নিকট হজের সফরের খরচ থাকবে এবং তার অুনপস্থিতিতে পরিবারের কোন সমস্যা থাকবে না এমন ব্যক্তির উপর হজ্ব ফরয।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে সাআদ সাহেবের উপর হজ্ব ফরয হয়ে গেছে।

-সূরা আলে ইমরান-৯৭, আল হিদায়া- ১/১৮৮, রদ্দুল মুহতার- ২/৪৫৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *