প্রশ্ন:- শরীয়তের দৃষ্টিতে গুনাহ করা যেমন অপরাধ তেমনি গুনাহের কাজে সহযোগীতা করাও অপরাধ।
সুতরাং সুদি ব্যংকের জন্য জমি দেয়াটা স্বয়ং নিজে গুনাহ না করলেও অন্যকে গুনাহের কাজে সহযোগীতা করার নামান্তর। বিধায় এধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা জরুরী।
আল জামে’ লিআহকামিল কুরআন – ৩/৪২৪। সুরা মায়েদা -২। আদ দুররুল মুখতার – ৪/২৬৮। রদ্দুল মুহতার- ৪/২৬৮। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৬/২১০। ফাতাওয়ায়ে উসমানিয়া- ৩/৮৮।
Leave Your Comments