উত্তর :- শরয়ী বিধান মোতাবেক যে সমস্ত জিনিস বেশী পান করলে নেশা হয় সেগুলোর এক ফোটা পান করাও হারাম। আর খাদ্য জাতীয় কোন বস্তুর নাপাক হওয়ার দৃঢ় বিশ্বাস না হওয়া পর্যন্ত উক্ত জিনিস খাওয়াতে কোন অসুবিধা নাই।
সুতরাং সেভেন-আপ, কোকাকোলা বা অন্য কোন পানীয় বেশী পান করলেও মানুষ নেশাগ্রস্ত হয় না। এবং তাতে কোন প্রকার নাপাকের মিশ্রণের ব্যাপারেও নিশ্চিত কোন তথ্য নেই ।তাই এধরনের পানীয় পান করাতে কোন অসুবিধা নাই।
আদ দুররুল মুখতার – ৬/৪৪৮; আল বাহরুর রায়েক – ৮/৪০০; ফাতাওয়া হাক্কানিয়া – ৫/২০৩; আল মুজাল্লা – ৪।
Leave Your Comments