উত্তর :- কোন জিনিষ হারাম হওয়া বা না হওয়া নির্ভর করে শরীয়তের অকাট্য দলীলের উপর । শুধুমাত্র জনশ্রুতির উপর ভিত্তি করে কোন বস্তুকে হালাল বা হারাম সাব্যস্ত করা যাবে না।
সুতরাং সেভেন আপ বা কোকাকোলার মধ্যে কোন প্রকার হারাম জিনিস ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় নি। তাই কেবল সন্দেহের উপর ভিত্তি করে তাকে হারাম বলার সুযোগ নেই।
আল মুজাল্লা- পৃ. ১৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ৫/৪৭০। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৫/২০৩।
Leave Your Comments