উত্তর :- শরীয়তের দৃষ্টিতে পুরুষদের জন্য সাধারণত স্বর্ণ ব্যবহার করা হারাম। একান্ত যদি কোন ব্যক্তির দাত বাধাই করতেই হয় তাহরে স্বর্ণ ছাড়া অন্য কোন ধাতব দিয়ে বাধাই করবে। তবে, স্বর্ণ ছাড়া অন্য কোন ধাতব ব্যবহার করতে কষ্ট হয়। তাহলে স্বর্ণ ব্যবহার করতে কোন অসুবিধা নাই।
ফাতাওয়া তাতার খানিয়া – ১৮/১৩১; ফাতাওয়া হিন্দিয়া- ৫/৩৮৯; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ১৬/১৮১; ফাতাওয়া হাক্কানিয়া – ২/৪১০।
Leave Your Comments