উত্তর :- ইসলামি শরীয়াতে মোহরানা স্ত্রীর বৈধ ও স্বীকৃত হক। যা আদায় করা স্বামীর উপর ওয়াজিব। এবং মোহরের বকেয়া টাকা স্বামীর উপর ঋণ হিসেবে থাকে। তাই স্বামীর জন্য উচিত হলো, হজে যাওয়ার পূর্বে অন্যান্য ঋণের মত স্ত্রীর মোহরানা পরিশোধ করে দেয়া।
তবে এ মোহরানা আদায় না করে হজে গেলে তার হজ আদায় সহিহ হবে।
আদ দুররুল মুখতার – ২/৪৬১; আলফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু- ৩/১০০; কিতাবুল ফাতাওয়া – ২/৭৫।
Leave Your Comments