প্রশ্ন: স্ত্রীর সাথে সহবাস করার পর জানতে পারল যে তার বিবাহ ফাসেদ হয়েছে, তাহলে এখন তার করণীয় কি?

উত্তর: প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু সহবাস করার পর জানতে পেরেছে বিবাহ ফাসেদ হয়েছে তাই পৃথকের পর নির্ধারিত মোহর ও মোহরে মিছিলের মধ্য হতে যেটা কম সেটা দিবে এবং ইদ্দত পালন করবে।

হিদায়া ৩৯৬, আল মুহিতুল বুরহানী ৪/১৬৮, খুলাসাতুল ফাতাওয়া ২/৪১

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *