উত্তর:- ইসলামী শরীয়তে আল্লাহর নাম বা তার গুনাবলী ব্যতিত অন্য কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করা কসমের অন্তর্ভূক্ত নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়ার দ্বারা কসম সংঘটিত হয় না। এবং কোন কিছু আবশ্যকও হবে না। তবে এ ধরণের কসম করা উচিত নয়।
সহিহ বোখারী – ২/৯৮৩। আল ফিকহুল ইসলামি ও আদিল্লাতুহু- ৩/৪০৩। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৫৬। আল হিদায়া- ১-২/৪৭৯। জামিউল ফাতাওয়া- ৭/১৮৬।
Leave Your Comments