প্রশ্ন: স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে?

উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দুগ্ধ পান করলে শরয়ী দুগ্ধনীতি প্রযোজ্য হয়। সুতরাং স্বামী যদি দুই বা আড়াই বছর বয়সে স্ত্রীর দুধ পান করে তাহলে বিবাহ ফাসেদ হবে। তবে তৎপরবর্তী সময়ে পান করা হারাম হবে বিবাহ হবে না।

আদ্দুররুল মুখতার ৪১/৪১১, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৪/৩৬৬ কেফায়াতুল মুফতি ৭/৫২৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *