উত্তর:- ইসলামী বিচার ব্যবস্থায় হত্যাকে কয়েক প্রকারে বিভক্ত করা হয়। এবং প্রত্যেক প্রকারের জন্য আলাদা আলাদা বিধান আরোপ করা হয়। আর হত্যার প্রকারগুলোর একটা হলো কতলে শিবহে আমাদ তথা, বাহ্যত ইচ্ছাকৃত হত্যার মত। এ ধরনের হত্যার ক্ষেত্রে দিয়ত ও কাফফারা উভয়টা ওয়াজিব হয়ে থাকে। তবে কেসাস ওয়াজিব হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত হত্যা কাণ্ড শিবহে আমাদ এর অন্তর্ভূক্ত হওয়ায় কেসাস ওয়াজিব হবে না।
আল হিদায়া – ৪/৫৬০। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ – পৃ. ৫৫৪। ফাতাওয়ায়ে কাজিখান- ৩/৩২৫। ফাতাওয়ায়ে মাহমুদিয়া – ১৪/১৫২।
Leave Your Comments