উত্তর :- ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা নিষেধ। তাই যদি কোন মুহরিম পুরা একদিন সেলাই করা কাপড় পরে তাহলে তাকে দম দিতে হবে। আর যদি এর থেকে কম সময় পরে তাহলে তাকে সদকা দিতে হবে।
আল হিদায়া – ১/২৬৭; আদ দুররুল মুখতার – ২/৫৪৭; আল বাহরুর রায়েক -৩/১০; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২৬৫।
Leave Your Comments