উত্তর :- ইসলামি শরীয়তে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ মালের মালিক হলেই তার উপর হজ ফরজ হয়। তাই উক্ত ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। তবে নিজে আদায় করতে সামর্থ্য না হলে অন্যের দ্বারা বদলী হজ আদায় করে নিবে।
ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮২; খুলাসাতুল ফাতাওয়া – ১/২৭৬; ফাতাওয়া মাহমুদিয়া – ১০/৩১৮।
Leave Your Comments