প্রশ্ন:-হজের মৌসুমে কিছু জায়গায় দোয়া করলে তা কবুল হওয়ার কথা লোকমুখে শোনা যায়। এর বাস্তবতা কতটুকু? ওই জায়গাগুলো কি কি?

উত্তর:-হজ্বের মৌসুমে কিছু জায়গায় দোয়া কবুল হওয়ার কথাটি সঠিক। নিচে জায়গাগুলোর নাম উল্লেখ করে দেয়া হল।

ক) সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে নজর দেয়ার সময়। খ) মুলতাজিমের নিকট গ) মিজাবে রহমতের নিচে ঘ) বাইতুল্লাহর ভিতরে ঙ) যমযম পানি পান করার সময় চ) মাক্বামে ইবরাহীমের পিছনে ছ) সাফা মারওয়ায় সায়ী করার সময় জ) আরাফার ময়দানে ঝ) মীনা ও মুজদালিফায় অবস্থানের সময় ঞ) রমীর সময় জামরাতের নিকট ।

-ফাতওয়ায়ে শামী ২/৫০৭,ফাতহুল ক্বাদীর ২/৫২১,তাবয়ীনুল হাকায়েক ২/৩১৯,ফাতওয়ায়ে মাহমুদিয়া ১০/৩৬২

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *