প্রশ্ন:-হজে আকবার কোন দিনকে বলা হয়? জানালে উপকৃত হব।

উত্তর:-হজে আকবার কোন দিনকে বলা হয় এ ব্যাপারে মুফাসসিরীনে কেরাম ও ফুকাহায়ে কেরাম থেকে বিভিন্ন রকমের অভিমত পাওয়া যায়। তবে প্রসিদ্ধতম অভিমত হল,হজে আকবার হল হজের দিনটি জুমার দিন হওয়া। 

কেউ কেউ নহরের দিনকে আবার কেউ কেউ মীনার দিনকেও হজে আকবার বলে থাকেন। এগুলো সাধারণ মানুষের পরিভাষা । কোরআনুল কারীমে হজে াাকবার শব্দ উমরার বিপরীতে ব্যবহৃত হয়েছে। 

সুরা তাওবা আয়াত নং-৩,রদ্দুল মুহতার ২/৬২২,তাফসীরে ইবনে কাসীর ৪/১১৮,আপকে মাসায়েল আওর উনকা হল ৫/৩৯৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *