প্রশ্ন:- হজ আদায় কারী ব্যক্তি ইহরাম অবস্থায় অন্যের শিকার করা পশুর গোশত খেতে পারবে কি ?

উত্তর :- ইসলামি শরীয়তে  ইহরাম অবস্থায় শিকার করার নির্দেশ দেয়া নিষেধ। কিন্তু অন্যের শিকার করা প্রাণীর গোস্ত খাওয়া নিষেধ নয়।

তাই প্রশ্নোক্ত ব্যক্তি অন্যের শিকার করা প্রাণীর গোশত খেতে পারবে।

 

তিরমিযি – ১/১৭৩; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩৮৪; আল হিদায়া- ১/৩৮৪; মাজমাউল আনহার – ১/৪৪৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *