প্রশ্ন:- হরিণ দ্বারা কোরবানি করা জায়েয হবে কি না?

উত্তর :- কোরবানি সহিহ হওয়ার অন্যতম শর্ত হলো পশুটি গৃহপালিত হওয়া। আর হরিণ বন্য প্রাণি। তাই তা দ্বারা কোরবানি সহিহ হবে না।

 

ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৩; আদ দুররুল মুহতার – ৬/৩২২; ফাতাওয়া সিরাজিয়া- পৃ. ৩৮৫; কিতাবুল মুগনি – ১২/৬৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *