উত্তর :- কোন স্থান শরয়ী মসজিদ হিসেবে বিবেচিত হওয়ার জন্য সহীহভাবে ওয়াকফ হওয়া জরুরী। আর কোন স্থান সহীহভাবে ওয়াকফ হওয়ার জন্য জায়গাটি তার মালিকানাধিন হওয়া জরুরী। আরেকজনের মালিকানাধিন জায়গা জোর করে বা তার অনুমতি ছাড়া মসজিদ নির্মাণ করা হলে তা শরয়ী মসজিদ হিসেবে গণ্য হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতের যেহেতু জমির মূল মালিক হিন্দু। আর শুধু পরিত্যাগ করার কারণে আইনগতভাবে তার মালিকানা বাতিল হয়ে যাবে না। ফলে এটাও অন্যের মালিকানাধিন জমির হুকুমে। বিধায় এতে মসজিদ নির্মাণ করা যাবে না।
আল বাহরুর রায়েক -৫/৩১৪। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ – ১৪/৫১। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৫/৭৪।
Leave Your Comments