প্রশ্ন :- হিন্দু বা অন্য কোন ধর্মের লোকদের ধর্মীয় উৎসব বা উপাসনায় যোগদান করলে কি ঈমানের কোন ক্ষতি হবে?

উত্তর :- কোন মুসলমান ঈমানদার ব্যক্তি  এমন কোন কাজে শরীক হয় যা স্পষ্টত কুফরি। তাহলে তার ঈমান চলে যায়। তাই কোন মুসলমান  বিধর্মীদের ধর্মীয় রীতি-আচার পালনে অংশগ্রহণ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং সে কাফের হয়ে যাবে। তবে, যদি সে কেবল দেখার জন্যই গিয়ে থাকে তাদের উপাসনায় অংশগ্রহণ না করে তাহলে গুণাহগার হবে; ‍কিন্তু ঈমানহারা হয়ে যাবে না।

 

সুনানে  আবু দাউদ – হা. ৪৫৩১, ফাতাওয়া হিন্দিয়া – ২/২৮৪; ফাতাওয়া মাহমুদিয়া – ২/৫৬৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *