উত্তর :- হেরেমের মধ্যে পাচ প্রকার প্রাণী তথা কাক, চিল, ইদুর, বিচ্ছু, হিংস্র, কুকুর ব্যতীত অন্য কোন প্রাণী হত্যা করলে তার মূল্য সদকা করা আবশ্যক।
তাই পাচ প্রকার প্রাণী ছাড়া অন্য কোন প্রাণী হত্যা করলে তার মূল্য সদকা করতে হবে। অন্যথায় গুনাহ হবে।
সুরা মায়েদা – ৯৫; সহিহ বুখারী – ১/২৩৭; আল লুবাব- পৃ.২১৫; কিফায়াতুল মুফতি – ৪/৩৫২।
Leave Your Comments