প্রশ্ন:- হেরেম শরীফে মহিলারা পুরুষেরা কাতার এসে যায়। এমতাবস্থায় মহিলা ও পুরুষের নামাযের হুকুম কি ?

উত্তর :- একই নামায জামাতের সাথে আদায় কালীন কোন আড়াল ছাড়াই যদি মহিলা পুরুষ এক সাথে হয়ে যায় এবং তাদের দিকও এক হয় তাহলে ইমাম সাহেব মহিলার ইমামতির নিয়ত করে থাকলে এ অবস্থায় পুরুষের নামায বাতিল হয়ে যাবে।

সুতরাং, হেরেম শরীফে যদিমহিলারা পুরুষের কাতারে এসে যায় আর উপরে বর্ণিত বিষয়গুলো পাওয়া যায় তাহলে ডানে-বামে ও পিছনে পুরুষদের নামায ফাসেদ হয়ে যাবে। বিধায়, এমন জায়গায় দাড়ানো উচিত যেখানে মহিরার থাকেনা বা আসার সম্ভাবনা নাই।

 

আল হিদায়া – ১/১২৪; রদ্দুল মুহতার – ১/৫৭৫; ফাতাওয়া হিন্দিয়া – ১/১৪৪; ফাতাওয়া উসমানিয়া- ১/৪৬৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *