উত্তর:-শরয়ী দৃষ্টিতে বালেগের নিকটবর্তী পুরুষকে “মুরাহিক”বলে। মুরাহিকের বয়স কমপক্ষে ১০ বছর। হালালা সহীহ হওয়ার জন্য বালেগ হওয়া জরুরী নয়। বরং সহবাসের উপযুক্ত হওয়াই যথেষ্ট ।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে হালালা সহীহ হয়ে যাবে। তবে বালেগ না হওয়ার কারণে তালাক পতিত হবেনা এবং স্ত্রী আগের স্বামীর কাছে যেতে পারবে না। বরং সে বালেগ হওয়ার পর স্বেচ্ছায় তালাক দিলে অথবা মারা গেলে আগের স্বামীর কাছে যেতে পারবে।
বি:দ্র:-এধরনের ক্ষেত্রে স্বামী-স্ত্রীকে পারস্পরিক মিলেয়ে দেয়া ,তাওবা পড়িয়ে নিয়ে নেওয়া,হালকা শাস্তি দিয়ে মিলিয়ে দেওয়া এবং বিশেষ প্রক্রিয়ায় শর্তারোপ করে বিয়ে দিয়ে হিল্লা করার যে প্রথা চালু আছে তা শরিয়তসম্মত নয়।
রদ্দুল মুহতার ৩/৪০৯,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৫৩৫,বাদায়েয়ুস সানায়ে ৪/৪৮৪,ফাতওয়অয়ে মাহমুদিয়া ১৩/৪৯৭,
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments