প্রশ্ন :- ২০০৬ সালে আমার বোনের বিবাহে তিন লক্ষ টাকা মোহরানা ধার্য করে হয়েছিলো। এখন পনেরো বছর পর ২০২০ সাল। বর্তমানে আমার বোনের স্বামী তার খরচ বহন করে না এবং সে আমার বোনকে ছেড়ে দিতে চায়। এখন পর্যন্ত সে কোনো মোহরানা আদায় করে নি। এখন আমার মূল জানার বিষয় হলো, বর্তমানের তিন লক্ষ টাকার তুলনায় ঐ সময়ের তিন লক্ষ টাকার মূল্য মানগত দিক থেকে অনেক বেশি। তাই এখন মোহরানার তিন লক্ষ টাকাকে বর্তমানের মূল্য মানের সাথে মিলিয়ে বেশি ধরা যাবে কি না?

উত্তর :- মোহরানার নির্ধারিত টাকায় কোনো পরিবর্তন হবে না। বিয়ের সময় যে অংক নির্ধারণ হয়েছিলো তাই থাকবে। সুতরাং পনেরো বছর আগে আপনার বোনকে বিবাহ দেয়ার সময় যে তিন লক্ষ টাকা নির্ধারণ করেছিলেন এখনো সেই তিন লক্ষ টাকাই মোহর বাবদ অবশিষ্ট আছে। এতে বর্তমান সময়ের মূল্যমান হিসেবে বাড়ানোর কোনো সুযোগ নেই।

 

ফাতাওয়া কাযিখান- ১/২২৭, ফাতাওয়া বাযযাযিয়া- ১/৮৯, বাদায়েউস সানায়ে- ২/৫৮৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *