উত্তর :- মোহরানার নির্ধারিত টাকায় কোনো পরিবর্তন হবে না। বিয়ের সময় যে অংক নির্ধারণ হয়েছিলো তাই থাকবে। সুতরাং পনেরো বছর আগে আপনার বোনকে বিবাহ দেয়ার সময় যে তিন লক্ষ টাকা নির্ধারণ করেছিলেন এখনো সেই তিন লক্ষ টাকাই মোহর বাবদ অবশিষ্ট আছে। এতে বর্তমান সময়ের মূল্যমান হিসেবে বাড়ানোর কোনো সুযোগ নেই।
ফাতাওয়া কাযিখান- ১/২২৭, ফাতাওয়া বাযযাযিয়া- ১/৮৯, বাদায়েউস সানায়ে- ২/৫৮৩।
Leave Your Comments