উত্তর :- যৌথ ব্যবসায় মূলধন ও লাভের পরিমাণ স্পষ্ট থাকা জরুরী। ব্যবসার সাথে অসামঞ্জস্যশীল কোন শর্ত জুড়ে দেয়া উচিত নয়। জুড়ে দিলে তা রক্ষা করা জরুরী নয়। এবং তাতে ব্যবসার কোন ক্ষতি হবে না।
তাই উপরোক্ত ব্যবসা অবশ্যই সহিহ হয়েছে। আর হজে যাওয়ার শর্ত ব্যবসার সাথে অসামঞ্জস্যশীল হওয়ায় তা রক্ষা করা জরুরী নয়। তাদের লভ্যাংশ দিয়ে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। কোন অসুবিধা নাই।
রদ্দুল মুহতার – ৪/৩১৬; ফাতাওয়া হিন্দিয়া – ২/৩০৩; ফাতাওয়া মাহমুদিয়া – ২৩/৩০৯।
Leave Your Comments