চারদিকে মজলুম মুসলিম নিঃস্ব
মসজিদে হামলা নিশ্চুপ বিশ্ব!
খৃস্টান ইহুদীর একই প্লান লক্ষ্য
দুর্বল হয়ে যাক ঈমানের বক্ষ!
বহু দিন কাল যুগ মার্কিন ক্ষিপ্ত
তাই ওরা মসজিদ ধ্বংসতে লিপ্ত!
মসজিদ যায় যাক আর সব জিন্দা
এই মতবাদকে ধিক্কার নিন্দা!
জঙ্গীর নামে শেষ জিহাদের ঢংকা
ইসলাম নিয়ে যতো কল্পিত শঙ্কা!
মুসলিম বিদ্রোহী পশ্চীমা অঞ্চল
ইসলাম ঠেকাতেই ওরা বেশ চঞ্চল!
এই হলো মুসলিম বিশ্বের চিত্র
অগ্রিম শত্রুর বানোয়াট মিত্র!
চারদিকে ভল্লুক হায়েনার লম্ফ
বিভ্রাট জনপদ ভীতি হৃদকম্প!
নস্যাৎ আমাদের এই দীনি মুল্লুক
ইসলাম গিলে খায় মার্কিনী উল্লুক!
ইউরোপ কালচার ভয়াবহ গন্ধে
জাতি আজ বিচ্ছেদ নিজেদের দ্বন্দ্বে!
মুসলিম শাসক আজ দুনিয়ায় যত্ত
নেই কোনো আফসোস ভোগ নিয়ে মত্ত!
মসজিদ পোড়ে ঐ কুফরের অগ্নি
সামনে তো আমাদের কঠিন এক লগ্নি!
নিজেদের কর্মতে এ পাষাণ যিল্লত
এর চেয়ে নেই আর বড় কোনো ইল্লত!
কঠিন এক বাস্তব হোক না তা ভিন্ন
ওরা চায় মিটে যাক আমাদের চিহ্ন!
যদি হয় নিঃশেষ পাপাচার কর্ম
বিশ্বতে হবে জয় ইসলাম ধর্ম!
তাই আজ টার্গেট মুসলিম মিল্লায়
নেই সেই তিতু আজ ঐ ভাঙ্গা কিল্লায়!
আর কতো আক্ষেপ কষ্টের ক্রন্দন
চাই দৃঢ় মনোবল সত্যের বন্ধন!
রুখবে কে পরাজয় সব প্রোপাগান্ডা
প্রয়োজন সত্যের অবিচল ঝাণ্ডা!
প্রয়োজন সে ঈমান সেই মহামন্ত্র
যার তেজ শেষ করে দেবে ষড়যন্ত্র!
কই বীর খালিদ আর তারিকের ভক্ত
প্রয়োজন আজ নয়া চেতনায় রক্ত!
Leave Your Comments