অবরোধের হুমকিতে আঙ্কারা পিছু হটবে না বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
মার্কিন যাজককে মুক্তি না দিলে তুরস্কের ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি’র।
মার্কিন যাজক এন্ড্রু ব্রুনসনকে মুক্তি না দিলে তুরস্কের ওপর অবরোধ আরোপের হুমকি দিলে উভয় দেশের সম্পর্কের তিক্ততা দেখা দেয়। এরপরই ট্রাম্পের উদ্দেশে এরদোগানের প্রথম মন্তব্য, ‘আপনি অবরোধ আরোপ করে তুরস্ককে পিছু হটাতে পারবেন না।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের মনোভাবের পরিবর্তন না করে, তাহলে তুরস্কের মতো শক্তিশালী ও প্রকৃত বন্ধুকে তাদের হারাতে হতে পারে।
ব্রুনসন ইজমির এজেন শহরে একটি প্রটেস্টান্ট গির্জা পরিচালনা করতেন। সন্ত্রাসের অভিযোগে তুরস্ক তাকে কারারুদ্ধ করলে ন্যাটো জোটের এই দুই সদস্যের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
এন্ড্রু ব্রুনসন প্রায় দুই বছর ধরে তুরস্কে কারারুদ্ধ ছিলেন এবং গত বুধবার তাকে গৃহবন্দী করা হয়।
ফলে ট্রাম্প বৃহস্পতিবার তুরস্কের এই পদক্ষেপের বিরোধিতা করে তাকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানান। অন্যথায় যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর বড় ধরনের অবরোধ আরোপের হুমকি দেয়।
Leave Your Comments