প্রশ্ন:অনেক সময় ইমার্জেন্সি রোগীর রক্তের প্রয়োজন হয়। আর প্রয়োজনের সময় স্বেচ্ছায় রক্ত দেয়ার মত লোক খুঁজে পাওয়া যায় না। আমার একটা ফার্মেসি আছে। ফার্মেসিটি হাসপাতালের পাশে। যার ফলে মানুষের প্রয়োজন হলেই আমাদের কাছে রক্ত কিনতে আসে। মানুষের প্রয়োজন পূরণের জন্য আমি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি করি। আমার জানার বিষয় হলো মানুষের প্রয়োজন পূরণের জন্য রক্ত বিক্রি করা কি জায়েয হবে?
উত্তর: রক্ত বিক্রি করা জায়েয নয়। প্রয়োজনের ক্ষেত্রে বিনামূল্যে তা আদান-প্রদান করা যেতে পারে। কোনো অবস্থায় একে ব্যবসার মাধ্যম হিসেবে গ্রহণ করা বৈধ হবে না। অবশ্য রক্ত সংগ্রহ করতে যা খরচ হয় তা গ্রহীতার কাছ থেকে নেওয়া যাবে। এর বেশি নেওয়া জায়েয হবে না। কেননা বেশি নিলেই তা রক্তের বিনিময়ে নেওয়া হবে। আর রক্তের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা বৈধ নয়।-(আহকামুল কুরআন ইবনে আরাবী ১/৫৩; সুনানে আবু দাউদ হাদীস : ৩৪৮৮;ফাতহুল কাদীর ৬/৬১;)
Leave Your Comments