উত্তর: খাদ্যনালী বা পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু ভিতরে প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। ইঞ্জেকশন দেয়া হয় শরীরের রগ কিংবা গোস্তের মধ্যে যার মাধ্যমে পেট বা মস্তিষ্কে কোন কিছু প্রবেশ করে না। তাই ইঞ্জেকশন দ্বারা রোজা ভঙ্গ হবে না।
আদ-দুররুল মুখতার ২/৩৯৫, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২৬৬, খুলাসাতুল ফাতওয়া ১/২৫৩, ফাতওয়ায়ে হক্কানিয়া ৪/১৬২
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments