লোক মুখে শোনা যায় যে মেয়েদেরও নাকি খৎনা করাতে হয়। জানার বিষয় হলো, মুসলিম মেয়েদের খৎনার বিধান কি?

উত্তর: – খৎনা কেবল পুরুষদের জন্য সু্ন্নাত। মহিলাদের জন্য নয়। তবে একান্ত প্রয়োজনে মহিলাদের জন্যও খৎনা করানো যেতে পারে। তবে খেয়াল রাখতে  হবে যেন কোনভাবেই পর্দার লঙ্ঘন না হয়।

 

সুনানে আবী দাউদ- ২/৭১৪। আদ দুররুল মুখতার – ৬/৭৫১। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৪১২। ফাতাওয়ায়ে রহিমিয়া- ১০/১৩৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *