শিক্ষানীতি ও শিক্ষাআইন বাতিল না করলে সকল উলামায়ে কেরাম কে সাথে নিয়ে জাতীয় ঐক্য আন্দোলন- আল্লামা মুফতী মিযানুর রহমান সাঈদ দাঃবাঃ

শিক্ষানীতি ও শিক্ষাআইন বাতিল এর দাবীতে সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই আহুত মহা সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন, লিস্যান্স মদীনা ইউনিভার্সিটি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ আল মাদানী।

বক্তব্যের শুরুতেই তিনি সরকার প্রধান সহ সবাইকে লক্ষ করে বলেন, আজ যে ময়দানে আমরা কথা বলতে এসেছি এই ময়দানে মরহুম শেখ মুজিব বক্তব্য দিয়েছিলেন।ঐ বক্তব্যটাই পরবর্তীতে বাংলাদেশের সংবিধানের রুপ নেয়। কিন্তু সেখানে আজকের এ নাস্তিক্য ও হিন্দুত্ববাদী শিক্ষাকারিকুলামের কথা ছিল না। আমার প্রশ্ন হল তাহলে এ কারিকুলাম কারা দিল? আমরা জানতে চাই।

তিনি আরো বলেন, অামরা শুনতে পেয়েছি সরকার প্রধান নাকি বলেছেন অামি শিক্ষানীতি পড়ে দেখেছি সেখানে কোন হিন্দুত্ববাদী বা নাস্তিক্ববাদী কথা নেই। আমরা বলি আপনার এ কথা ঠিক নয়। আপনি যাদেরকে দিয়ে এটা যাচাই করেছেন তাদের বাদ দিয়ে আমাদের কে দায়ীত্ব দেন অঅমরা অাপনাকে দেখিয়ে দিব কোথায় সমস্যা আছে। কিন্তু তা না করে যদি অাপনারা এটা বহাল রাখেন তাহলে শুনে রাখুন ! আমরা ও আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত অান্দোলন চালিয়ে যাব।

তিনি আরো বলেন ,  প্রয়োজনে  আল্লামা শাহ আহমদ শফী কে সাথে নিয়ে আল্লামা মাহমুদুল হাসান, চরমোনাই পীর সাহেব, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি কে সাথে নিয়ে জাতীয় ঐক্য আন্দোলনের ডাক দেওয়া হবে।ইন শা আল্লাহ।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *