স্রষ্টার সন্ধানে সিরিজ, পর্ব ১: স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস কি সহজাত (প্রাকৃতিক) ?
…………………………………………………………………………..
স্রষ্টা কি বাস্তবতা* ? না কোন বিভ্রম ?.
…
স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস কি প্রাকৃতিক ?
না মানব মনের ওপর চাপিয়ে দেয়া কোন ভাইরাস ?
যেমনটা বলতে চান স্রষ্টার অস্তিত্বে অবিশ্বাসীরা ?
.
নাস্তিকতা এক অস্বাভাবিক অবস্থা যা মানুষের সহজাত প্রকৃতির বিপরীত।
নাস্তিকতা যে সহজাত (বা স্বাভাবিক) নয় সে প্রসঙ্গে (নাস্তিক) ড. অলিভেরা প্যাট্রোভিচ বলেন, … নাস্তিকতা নি:সন্দেহে অর্জিত অবস্থা …। তিনি তার গবেষণা থেকে প্রকল্প উপস্থাপন করেন, স্রষ্টার অস্তিত্বের এই সহজাত বিশ্বাস মানব ক্রমবিকাশের পথে কার্যকারণ সম্বন্ধের একটি ফল।
…
* (বাস্তবতা বলতে বিদ্যমানতা বোঝানো হয়েছে। স্রষ্টা বস্তু বা সৃষ্ট জগতের অংশ নন)
…
Proud to be atheist ? No ! Ignorant to be atheist !!
===
.
দেখুন একের আহবানে – Calling to The One [mention করে দিবেন]পেইজের চমৎকার একটী ভিডিও
.
ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=8CH2Cra2auA&feature=youtu.be
.
ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/callingtotheone/posts/1208580659264231
.
ভিডিও স্বত্ব: একের আহবানে- Calling to the One
Leave Your Comments