হজরত আবু হোরায়রা রাঃ থেকে বর্ণিত প্রিয় নবী সাঃ এরশাদ করেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার যাবতীয় আমলের সওয়াব বন্ধ হয়ে যায়। শুধু তিনটি বিষয় এমন রহিয়াছে যাহার সওয়াব মৃত্যুর পরও সে পাইতে থাকে। (১) সদকায়ে জারিয়াহ (২)ঐ ইলম যদ্দ্বারা মানুষ উপকৃত হইতে...
View Details