উত্তরঃ মুদারাবাহ ভিত্তিক ব্যবসায় লাভ ক্ষতির ভিত্তি হল,মূল সম্পদ, আর পুর্ন সম্পদ উসুল না হলে লাভ ক্ষতি নির্নয় করা সম্ভব নয়।বিধায় প্রশ্নে বর্নিত মুদারাবাহ ব্যবসা শেষ হয়ে যাওয়ার সময় মালিক পূর্ন সম্পদ ফেরত দেওয়ার চুক্তি ...
View Detailsউত্তরঃ প্রশ্নোক্ত ক্ষেত্রে কলম সৃষ্টি এবং রাসুল সাঃ সৃষ্টির বিষয় টি বিরোধপূর্ণ মনে হলেও বাস্তবে কোন বিরোধ নেই।কেননা উভয় হাদীসকে মুহাদ্দীসেনে কেরাম গন এভাবে সমাধান করেছেন যে,কলম তার সজাতীয় বস্তুর প্রথম সৃষ্টি, আর রাসূল সাঃ...
View Detailsউত্তরঃ কোরবানী বৈধ হওয়ার জন্য নিজের মালিকানা পশু দারা কোরবানী করতে হয়,আর চুরি করা পশু ক্রয় করার দারা মালিকানা হয় না।বিধায় প্রশ্নে বর্নিত ব্যাক্তি চোর থেকে ক্রয় করা পশু দারা কোরবানী করতে পারবে না।বরং তাকে অন্য একটি পশু ...
View Detailsউত্তরঃ চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠক করা ওয়াজিব। শরীয়তের মূলনিতি হলো ওয়াজিব আদায়ে বিলম্ব করলে সাহু সিজদা করতে হয়।যার দারা নামাজের ঘাটতি পূরা হয়ে নামাজ ছহিহ হয়ে যায়।সুতরাং প্রশ্নোক্ত ব্যাক্তি যেহেতু প্রথম বৈঠক ...
View Detailsউত্তরঃ হজ্ব আদায় সঠিক হওয়ার জন্য শর্ত হলোঃ হজ্বের কার্যবলী পরিপূর্ণ ভাবে আদায় করা ও হজ্ব নষ্ট করে এমন কোনো কাজ না করা। রাষ্ট্রের বৈধ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরী এবং তা লংঘন করা অপরাধ ও গুনাহের কাজ। কিন্তু এর দ্বারা...
View Detailsউত্তরঃ জামাতের সাথে নামাজ আদায়ের পূর্বে আজান ইকামাত দেওয়া সুন্নাতে মুয়াক্কাদাহ আর সুন্নতে মুয়াক্কাদাহ ছেড়ে দেওয়া মাকরুহ হলেও এর কারণে নামাজ ভংগ হয় না।বিধায় প্রশ্নে বর্নিত সুরতে আদায়কৃত নামাজ সহীহ হয়ে যাবে।দ...
View Detailsউত্তরঃ কুরআন ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করা হয়েছে, অপরদিকে হাদীসে সুদ দাতা, গ্রহিতা তার লিখকের উপর আল্লাহর লানাত বা অভিশাপের কথা বলা হয়েছে। সুতরাং কোর আন ও হাদীসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে সুদি কারবারের সাথে যে কোন র...
View Detailsউত্তরঃ মান্নতের পশুর দারা উপকৃত হওয়ার হুকুম কোরবানীর পশুর দারা উপকৃত হওয়ার হুকুম একই।আর কোরবানীর পশুর ব্যাপারে শরীয়তের বিধান হল যে, উহার কোন অংশ দারা উপকৃত হওয়া না জায়েজ।বিধায় প্রশ্নে বর্নিত মান্নতকৃত পশু দারা উপকৃত হও...
View Detailsউত্তরঃ শরয়ী নীতিমালা অনুযায়ী অযু ও গোসলের ক্ষেত্রে শরীরের যে সমস্ত স্থানে কষ্ট ও ক্ষতি ব্যাতিত সহজে পানি পৌছানো যায় সে স্থানে পানি পৌছানো জরুরি, আর পানি পৌছাতে পতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু থাকলে তা দূর করা সম্ভব হলে দূর...
View Detailsউত্তরঃ শরীয়তের বিধানানুযায়ী দন্ড বিধি বাস্তবায়ন করার একমাত্র অধিকার সরকার বা তার পক্ষ থেকে নিয়োজিত ব্যাক্তির ৷সুতরাং প্রশ্নে বর্নিত কাজী বা তার পক্ষ থেকে নিয়োজিত ব্যাক্তি ছাড়া অন্য কারো যিনা ব্যাভিচার কারী পুরুষ বা মহি...
View Detailsউত্তরঃ কুরআন হাদিসের আলোকে সুস্পষ্ট ভাষায় বর্নিত হয়েছে। যে সুদ দেওয়া ও নেওয়া উভয়টাই হারাম। বিধায় প্রশ্নে বর্নিত সুরতে এক একাউন্ট থেকে সুদ উত্তলোন করে অন্য একাউন্টের সুদ পরিশোধ করা না জায়েয ও হারাম। দলিলঃ সুরা ...
View Detailsউত্তরঃ শুফার দাবী গ্রহণ যোগ্য হওয়ার জন্য দাবীকৃত জমীন টিতে লেনদেন হওয়া শর্ত। জমীন পরপর বদলানোও লেনদেনের অন্তর্ভুক্ত। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে খালেদের শুফার দাবী করার শরীয়তের পক্ষ থেকে পুর্ন অধিকার রয়েছে। দলিলঃ...
View Detailsউত্তরঃ বন্ধকী বস্তু ঋন আদায়ের নিশ্চয়তা স্বরুপ প্রদান করা হয়ে থাকে।এজন্য যদি কোন বন্ধ দাতা যে কোন কারণে ঋন আদায়ে অপারগ হয়ে যায় তাহলে ঋনদাতা ফায়ছালা ক্রমে এতে হস্তক্ষেপ করার অনুমতি লাভ করেন। সুতরাং প্রশ্নে বর্নিত ঋন দাত...
View Detailsউত্তরঃ হ্যা প্রশ্নক্ত ক্ষেত্রে কিস্তিতে ক্রয় বিক্রয় করা তিনটি শর্ত সাপেক্ষে জায়েয। যা নিম্নে উল্লেখ করা হলো (১) লেনদেনটি নগদ হউক বা বাকী তা উল্লেখ পূর্বক মুল্য নির্ধারণ করে চুক্তি বদ্ধ হতে হবে। (২) মূল্য নির্ধারণ করার পর ...
View Detailsউত্তরঃ শরীয়তের মূলনিতি হলো শরীয়ত যে জিনিস মানুষের জন্য অপরিহার্য করে নাই। সে জিনিসকে অপরিহার্য করে নেওয়া বিদআত এবং গুনাহের কাজ। সুতরাং বর্তমানে নামাজের পরে কোরান শরিফের আয়াত أن الله وملائكته পড়ে রাসুলের উপর দরুদ প্রেরণ ...
View Details