Day: August 17, 2021

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী শর্তযুক্ত তালাক শর্ত পাওয়া যাওয়ার পর পতিত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু মহিলার ছেলে সন্তান হয়নি তাই শর্ত মোতাবেক তার উপর এক তালাক পতিত হবে। রজায়াত করে পুনরায় সংসার করতে পারবে।   -হিদা...

উত্তরঃ- বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম এমন মহিলার সাথে নিজের স্ত্রীকে তুলনা করার দ্বারা যিহার সাব্যস্ত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে তালাক পতিত না হলেও যিহার সাব্যস্ত হবে।   রদ্দুল মুহতার আলা দু্ররিল মুখতারঃ-৫/১২৯, ফাতহুল ...

উত্তরঃ শরয়ী নীতিমালা অনুযায়ী তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত পালন করা আবশ্যক। সুহরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদিও আল্টাসনোগ্রাম এর মাধ্যমে অনুমান করতে পারে যে জরায়ু পরিস্কার তবুও ইদ্দত পালন করা আবশ্যক।   -ফাতাওয়া আলমগীরী-১/৫৭৯, ফা...