The Fear
Incorporated
~^~^~^~^~^~^~^~
আপনি হয়তো প্রথমে শুনলে মনে হবে কে কেন কি কারনে ইসলাম ও মুসলিম বিদ্বেষী লেখালেখির জন্যে টাকা পয়সা দিবে।
তাই এটা আপনার জন্যে।
আমেরিকান সেন্টার ফর প্রোগ্রেস সংগঠনটি গত ১ বছর ধরে আমেরিকায় ইনভেস্টিগেট চালায়। তারা
“ফিয়ার ইনক, দ্যা রুটস অফ ইসলামোফোবিয়া ইন আমেরিকা” শিরোনামে ১৩০ পৃষ্ঠাব্যাপী ওদের রিপোর্ট প্রকাশ করে। ওদের রিপোর্ট মতে আমেরিকায় অনেকগুলো সংগঠন মিলে গত দশ বছরে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করে মুসলিম ও ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের জন্যে।
রিপোর্ট:
http://www.americanprogress.org/…/2011/08/26/10165/fear-inc/
সংগঠন গুলো হলো,
* Donors Capital Fund
* Richard Mellon Scaife foundations
* Lynde and Harry Bradley Foundation
* Newton D. & Rochelle F. Becker foundations and charitable trust
* Russell Berrie Foundation
* Anchorage Charitable Fund and William
Rosenwald Family Fund
* Fairbrook Foundation
এই টাকা গুলো ব্যয় কারা হয় ইসলাম বিদ্বেষী বই , আর্টিকল, ম্যাগজিন, ওয়েব সাইট ও ব্লগ লিখালেখির জন্যে।
এদের শীর্ষে আছেন এটলাস সার্গ ব্লগের লেখিকা পাম গেলার, জিহাদ ওয়াচ সাইটের রবার্ট স্পেন্চার,
মিডল ইস্ট ফোরামের ডেনিয়েল পাইপ, টেরোরিসম ইনভেস্টিগেট সাইটের স্টিভ এরসন সহ
আরো সো কলড এক্সপার্ট যাদের ফক্স নিউজে সবসময় দেখা যায়। এদের ফান্ডিং এবং প্রোপাগান্ডা এতই
বিশাল যে এদের তত্বাবোধানে ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট, ব্লগ, আর্টিকল ও বই লিখে ইসলাম ও
মুসলিম বিদ্বেষী প্রচারোনা চালায়। এরা রাইট উইং কনজারভেটিভ ইহুদী জায়োনিস্ট এবং খ্রিষ্টান এভেন্জালিস্ট।
এজন্যেই আপনি দেখবেন যে ,
ইন্টারনেটে ইসলাম/মুসলিম বিরুধী ম্যাটেরিয়াল অনেক বিশাল। এদের সাথে বিভিন্ন মিটিংয়ে ও কর্মকান্ডে যোগ দেয় সো কলড মুসলিম নামধারী লোকজন ডলারের লোভে। বলতে থাকেন উনারা আগে মুসলিম ছিলেন বা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন এবং দেখেছেন ইসলাম কত্তো খারাপ!!! (১৩০ পৃষ্ঠার রিপোর্ট) আমারব্লগ.কম সাইটের কালো ওঝা ব্লগার নিজেই একদিন স্বীকার করেছেন তিনি ডেনিয়েল
পাইপের সাথে অনেক মিটিংয়ে ছিলেন। আমাদের বাংলাভাষী অগা মঘা, ওঝা, অভিরা ডলারের লোভে কোমর বাইধা নামছে ইসলামের বিরুদ্বে।
শেষ কথা, যতই ইসলামের বিরুদ্বে প্রচারনা চালানো হোক না কেন, ইসলাম তার নিজস্ব গতিতে প্রচন্ড শক্তিতে ফিরে আসছে, ইসলামের একটা নিজস্ব আত্বশক্তি আছে, এটা নিজ হতেই স্পুরিত হয়, বাইরের কোন শক্তিরই তার দরকার নাই।
কবি আল্লামা ইকবাল যেমনি বলেছেনঃ
“মুসলমানরা কখনোই
ইসলামকে বাচায় নাই,
বরং ইসলামই
মুসলমানদের সব সময়
বাচিয়েছে।”
আমেরিকাতে মুসলিম বিরুধী লেখালেখির জন্য
যারা টাকা পয়সা দেয়ঃ
http://www.informationclearinghouse.info/article28969.htm
ইয়াহু নিউজেও দেখুন
বিস্তারিতঃ
http://news.yahoo.com/fear-inc-americas-islamophobia-networ…
Leave Your Comments