যুক্তিবাদী: মাধ্যাকর্ষণ শক্তি যে সত্য, সেটা বিবর্তনবাদীদের দিয়েই প্রমাণ করে দেওয়া সম্ভব। কোনো বিবর্তনবাদী যদি মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব অস্বীকার করে তাহলে তাকে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের চূড়া থেকে শূন্যে ঝাঁপ দিতে হবে। ব্যাস। চ্যালেঞ্জ থাকলো। বিবর্তনবাদীরা যদি এই সাহস দেখাতে না পারে তাহলে তারা নিজেরাই মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব প্রমাণ করবে বা মেনে নিবে! কিন্তু বিবর্তনবাদীরা কি বিবর্তনে অস্বীকারকারীদের প্রতি এরূপ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাদের দিয়েই বিবর্তনের সত্যতা প্রমাণ করতে পারবে?
বিবর্তনবাদী ধর্মান্ধ: ভ্যাঁ ভ্যাঁ! ম্যাঁ ম্যাঁ! ছেড়ে দে বাপ, কেঁদে বাঁচি! মুমিনরা খুব খ্রাপ!
(এস. এম. রায়হান)
Leave Your Comments