ঈশ্বর কি এমন পাথর বানাতে পারবেন যা তিনি নিজে উঠাতে পারবেন না??

ধরুন একজন নাস্তিক আপনাকে প্রশ্ন করলঃ ”ঈশ্বর কি এমন কোন পাথর তৈরি করতে পারবেন, যা তিনি নিজেই উঠাতে অক্ষম?”
শুনে হয়ত বিপাকে পড়ে গেলেন, ভয়াবহ প্রশ্ন! প্যারাডক্সের মত মাথায় চক্রাকারে ঘুরতে শুরু করল, কি বলব? হ্যা, নাকি না??
যদি বলি না ঈশ্বর এমন কোন পাথর তৈরি করতে পারবেন না তাহলে নাস্তিক বলবে ঈশ্বর সর্বশক্তিমান হয় কেমনে? যদি বলি, হ্যা ঈশ্বর এমন পাথর তৈরি করতে পারবেন, তাহলে এটাও তার অক্ষমতাই প্রকাশ করে.. তাহলে কি বলব??
সমস্যাটার সমাধান অনেকআগে কোন একজন নাস্তিককে দিয়েছিলাম, জবাব পাওয়ার পর লেজ গুটিয়ে পালিয়েছিল। প্রথমে আপনার যা প্রয়োজন তা হল তাদের প্যাচগুলো ভন্ডামী ধরা।
নাস্তিকঃ ঈশ্বর কি এমন কোন পাথর তৈরি করতে পারবেন, যা তিনি নিজেই উঠাতে অক্ষম?
কর্ণেল সামুরাইঃ ঈশ্বর সকল বিষয়ের উপর ক্ষমতাশীল।
নাস্তিকঃ ঈশ্বর এমন পাথর তৈরি করতে পারবেন কি না সেইটা আগে বলেন তারপর সেখাইব তিনি কতটা ক্ষমতাশীল।
কর্ণেল সামুরাইঃ আপনার টু দা পয়েন্ট জবাব হইল, ”জ্বি না এমনকোন পাথর নাই যেইটা তোলার ক্ষমতা ঈশ্বরের নাই। তিনি সবকিছুর উপরই ক্ষমতাশীল।
নাস্তিকঃ তার মানে দাড়াইল ঈশ্বর এমন পাথর বানাইতে পারবেনা তাই ত? মানে ঈশ্বর এমন পাথর বানানো ক্ষমতা রাখেনা?
কর্ণেল সামুরাইঃ সব কিছু না পারাটা কি ক্ষমতা?
নাস্তিকঃ মানে?
কর্ণেল সামুরাইঃ ধরেন, পাড়ার চান্দু মাস্তান আপনাকে কষে চড়াইতে পারে, কিন্তু আপনে তাকে চড় দিতে পারেন না। ক্ষমতা কার বেশী চান্দু মাস্তান না আপনার?
নাস্তিকঃ (উৎসাহের সাথে) অবশ্যই মাস্তানের!!
কর্ণেল সামুরাইঃ ভাল, একই লজিকে, ঈশ্বর যদি পাথর বানায়ে সেটাতে তুলতেই না পারেন তাইলে তিনি ক্ষমতাবান হন কেমনে? পাথর তুলতে না পারলে (চড় খেয়ে চুপ থাকার মত) ক্ষমতা থাকে, নাকি তুলতে পারলে (চড় দিতে পারলে) ক্ষমতা থাকে?
(এটাকে বলে রিভার্স প্যাচ, এবার নাস্তিকের মাথায় প্যাচ লাগবে সে ভুল-ভাল বকবে)
নাস্তিকঃ ইয়ে মানে.. তাও ঘটনা তো একই, ঈশ্বর পাথর বানাইতে পারলেন না, তিনি অক্ষম (তালগাছ আমার … !!)
কর্ণেল সামুরাইঃ শুনেন, ঈশ্বর আমাদের সাপেক্ষে অনেককিছুই পারেননা। তিনি, অবিচার করতে পারেন না, ঘুমাইতে পারেন না … (বহু আছে), কিন্তু এগুলো কি তার ব্যর্থতা?
নাস্তিকঃ মানে?
কর্ণেল সামুরাইঃ ধরেন একটা ছাত্র জীবনেও ফেল নম্বর পাইতে পারেনাই সারাজীবন, 80-90 পাইছে এইযে, সে ফেল করেনাই এইটা কি তার ব্যার্থতা?
নাস্তিকঃ ব্যর্থতা হবে কেন?
কর্ণেল সামুরাইঃ গুড! তাহলে অন্তত এটা তো বুঝছেন অনেক কাজের উদাহরণ আছে যেগুলা না পারাটাই ক্রেডিট, পারাটা নয়। যেমনঃ আপনি মিথ্যা বলতে পারেন না, দুর্নীতি করতে পারেননা, খুন করতে পারেননা, এক্ষেত্রে না পারাটাই হইল ক্রেডিট, পারাটাই হইল ডিসক্রেডিট।

নাস্তিকঃ বুঝেছি।
কর্ণেল সামুরাইঃ তাহলে এইযে, ঈশ্বর পারেন না ( এমন পাথর বানাইতে যা নিজে তুলতে পারবেন না), এই না পারাটা তার ক্রেডিট না ডিসক্রেডিট?

নাস্তিকঃ ইয়ে.. মানে.. তবুও …!
(অতঃপর নাস্তিককে গোট্টা মারিয়া তাহাকে শান্তিপূর্ণভাবে একখানা তালগাছের চারা উপহার দিয়ে চলে আসুন.. !)
(কর্ণেল সামুরাই)

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *