প্রবীণ মুহাদ্দিস মাওলানা জিল্লুর রহমানের ইন্তেকাল

সিলেটের তারকা আলেম, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওলানা জিল্লুর রহমান সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেটের কানাইঘাট উপজেলায় তার বাড়ি। একসময়ে ইলমে নববীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সিলেট সরকারি আলিয়া মাদরাসার শাইখুল হাদিস ছিলেন তিনি। ঈমান, ইলম ও আমলে তিনি ছিলেন এক পরিপূর্ণ মানুষ। শাইখুল ইসলাম মাদানী রহ.–এর অন্যতম খলিফা আবদুল করীম শায়েখে কৌড়িয়ার রহ. সঙ্গে ছিল তার ইসলাহী সম্পর্ক। তিনি শায়েকে কৌড়িয়ার কাছ থেকে খেলাফত লাভেও ধন্য হয়েছিলেন।

মরহুমের জানাজা গতকাল বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। পরে কানাইঘাটের নিজ বাড়ির কবস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে সিলেটের আলেমদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *