গতকাল ১৮ জুলাই টেকনাফে দাফনের এক বছর পর অক্ষত অবস্থায় পাওয়া গেল এক রোহিঙ্গা নারীর লাশ।
প্রত্যক্ষদর্শী’রা জানান, গত কোরবানী’র পর বৌদ্ধদের নির্যাতনে নিজের জন্মভুমি ছেড়ে পালিয়ে বাঁচার সময় সাগরে নৌকা ডুবলে ৪ রোহিঙ্গা নারীর লাশ আমাদের সৈকতে ভেসে আসে। আমরা জানাজা শেষে ৩’জনকে দরগারছড়া হাতিয়ারঘোনা কবরস্থানে এবং একজনকে হাবিরছড়া সাগর পাড়ের ঝাউবনে দাফন করি। এখন বর্ষার জোয়ারের পানিতে হাবিরছড়ার ঝাউবাগান প্রায় বিলিন হয়ে যায়। গতকাল সকালে জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার সময় এক বছর আগে দাফন করা ঐ অজ্ঞাত রোহিঙ্গা নারীর লাশ দেখতে পায়। আর এ খবর মুহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে লাশটি হাবিরছড়া কবরস্থানে নিয়ে আবার দাফন করি আমরা স্থানীয়’রা।
স্থানীয় মসজিদের খতিব মাওলানা মুহি উদ্দিন বলেন, আমি জীবনে এই প্রথম একজন শহীদের লাশ দেখেছি। সৈয়দ আহমদ বলেন, এক বছর আগে আমরা ঝাউবনে যে লাশটি দাফন করেছিলাম, আজও ঐ ভাবে আছে।।
Leave Your Comments