প্রশ্ন: আমরা জানি জুমা বা ঈদের নামাযের খুতবা শুনা ওয়াজিব, কথা বলা হারাম। জানার বিষয় হলো ইমাম সাহেব যদি খুতবাতে কোন ভুল করে ফেলেন, তাহলে উপস্থিত মুসল্লীরা লোকমা দিতে পারবে কি না?

উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী খুতবা চলাকালীন সময়ে কথা বলা বা অন্য যে কোন কাজ করা নিষিদ্ধ। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে খতীব সাহেব কোন ভুল করলেও তাতে লোকমা দেওয়া বা সংশোধন করে দেওয়া দরকার নেই। কেননা খুতবার মাঝে হওয়া তথ্য,তত্ত বা ভাষাগত ভুলের কারণে নামাজ ভঙ্গ হবে না। তবে পরবর্তীতে আদাবের সাথে ইমাম/খতীব সাহেবেকে এব্যাপারে অবগত করে দেওয়া যেতে পারে । যাতে ভবিষ্যতে এমন মারাত্মক ভুল না করেন।

-আদদুররুল মুখতার ৩/৩৯, আলফিকহুল হানাফি ওয়াআদিল্লাতিহু ১/২৭৭, আহসানুল ফাতাওয়া ৪/১৪১, ফিকহী জাওয়াবেত ১/১০১

উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রন্সিপিাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী কন্দ্রেীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *