উত্তর: শরয়ী দৃষ্টিতে মানুষের কল্যাণে আসে এমন প্রাণী শিকার করা বৈধ। বিনা প্রয়োজনে বা কোন কাজে আসেনা এমন প্রাণী শিকার করা ঠিক না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে খাওয়া যায় না এমন প্রাণী যদি কোন প্রকার উপকারে আসে তাহলে শিকার করা জায়েয আছে। তবে ঠিক না।
-ফাতাওয়ায়ে কাজী খান ৩/২৫৩, ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ ৩৭৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ১৭
Leave Your Comments