প্রশ্ন: জিহাদের সহিহ সংজ্ঞা কি? এবং তাবলীগে যাওয়া আল্লাহর রাস্তায় জিহাদ বলা কতটুকু সহিহ?


উত্তর: আভিধানিক অথে জিহাদ হয় দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে শ্রম দিয়ে,সম্পদ দিয়ে বা কথা দিয়ে প্রচেষ্টা চালানোকে। স্বীয় প্রবৃত্তি, শয়তান ও গুনাহগারদের বিরোধিতা করাও জিহাদের অন্তর্ভুক্ত।


সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে তাবলীগে যাওয়াও আভিধানিক/রুপক অর্থে এক ধরণের জিহাদ। তবে একে শরয়ী জিহাদ তথা কিতাল ফি সাবিলিল্লাহের স্থলাভিষিক্ত বলা যাবে না। শরয়ী জিহাদ হল আল্লাহর রাস্তায় স্বশস্ত্র যুদ্ধ করা। যেমনটা বদর,উহুদ ও খন্দকে ঘটেছে।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২/২০৫, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ৩/২৬, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৩/৭১১, আপকে মাসায়েল আওর উনকা হল ৭/৫৪৯

  • উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী   জামে মসজদি ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *