প্রশ্ন: এন্ডোস্কোপি করার কারণে কি রোজা ভেঙ্গে যাবে? উল্লেখ্য পেটের মধ্যে গলা দিয়ে মেশিন দ্বারা পরীক্ষা করার নাম হলো এন্ডোস্কোপি।

উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী রোজা রাখা অবস্থায় পেটে কোন জিনিস প্রবেশ করে যদি থেকে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে, অন্যথায় ভাঙবে না। সুতরাং এন্ডোসকপি করার সময় পাইপে এক ধরনের তরল ঔষধ ব্যবহার করা হয় যা পেটে থেকে যায় তাই রোজা ভেঙ্গে যাবে। তবে একান্ত যদি কখনো ঔষধ ব্যতীত শুধু পাইপ প্রবেশ করায় তাহলে রোজা ভাঙবে না।

আল বাহরুর রায়েক ২/৪৮৭, আলমুহিতুল বোরহানি ৩/৩৪৮, জাদিদ ফিকহী মাসায়েল ১/১২৬

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *