উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাহিরে কোন বিধান আরোপ করেন না। সুতরাং প্রশ্নের বর্ণিত সুরতে দিন অস্বাভাবিক বড় হওয়ার কারণে যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে রোজা না রাখার অনুমতি আছে, তবে পরবর্তীতে সুযোগ সুবিধা অনুযায়ী কাযা করতে হবে।
আল বাহরুর রায়েক ২/৪৯১, আল ফিকহুল বুরহানী আলাল মাযাহিবিল আরবাআতি ১/৪৪৫, মাসায়েলে রাফাত কাসেমী ৪/১৫৬
Leave Your Comments