উত্তর শরীয়তের মূল নীতি অনুযায়ী তালাক পতিত হওয়ার ক্ষেত্রে লিখিত ও মৌখিক তালাকের হুকুম এক ও অভিন্ন।সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু তালাকনামায় দস্তখত বা আঙ্গুলের ছাপ দেওয়া হয়েছে অতএব তা দ্বারা তালাক পতিত হয়ে যাবে, স্ত্রীর কাছে পৌঁছা জরুরী নয়।
রদ্দুল মুখতার ৪/৪৪২, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৪/৫২৮, ইমদাদুল ফাতাওয়া ২/৩৯৮
Leave Your Comments