প্রশ্ন: প্রচলিত হিলার বৈধতা আছে কি এবং এর শরয়ী পদ্ধতি কি?

উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী তিন তালাক প্রাপ্ত মহিলা পূর্ব স্বামীর নিকট ফিরে যাওয়ার জন্য শর্ত হলো অন্য স্বামীর কাছে বিবাহ বসে সহবাসের পর তালাক প্রাপ্ত হয়ে ইদ্দত অতিবাহিত করা। সুতরাং প্রশ্নে বর্ণিত প্রচলিত পদ্ধতিতে শরিয়া নির্দেশিত পদ্ধতি অনুসরণ করা হয় না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নামমাত্র বিবাহ পরিয়ে আবার তালাক নিয়ে নেওয়া হয় তাই এ ধরনের পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

রদ্দুল মুখতার ৪/৭১, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৭/১৪৯, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/৩৪৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *