উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী মান্নতকৃত কাজ মৌলিক বা ওয়াজিব পর্যায়ের ইবাদত হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু মসজিদের নামে মান্নত বা মসজিদে পশু ছেড়ে দেয়া মৌলিক বা ওয়াজিব পর্যায়ের ইবাদত না, তাই মান্নত হয়নি, পশুর মালিক ওই ব্যক্তি রয়ে গেছে। অতএব তাঁর অনুমতিবিহীন খাওয়া কারো জন্য বৈধ হবে না।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৫/৫৩৭, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদ ২/৩৫০, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ১২/১৩০
Leave Your Comments