উত্তর শরীয়তের নীতিমালা অনুযায়ী বিক্রিত জমির অধিকার তথা রাস্তায় ইত্যাদিতে শরিক ব্যক্তি শুফার দাবি করার অনুমতি আছে। সুতরাং প্রশ্নের বর্ণিত গলিতে যদি আপনি মালিকানা সূত্রে থাকেন এবং উক্ত ব্যক্তি সুফা না থাকে তাহলে আপনি দাবি করতে পারবেন।
জামে তিরমিজি ১/৩৮৯, হেদায়া ৪/৩৮৯, ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/২৮৫
Leave Your Comments