প্রশ্নঃ কোরআন শরিফের কসম খাওয়া বৈধ আছে কি? উক্ত কসম ভঙ্গ করলে কাফফারা আসবে কি?

বরাবর, উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগ জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর ১১-ঢাকা-বাংলাদেশ। বিষয়ঃকসম। জনাব,কোরআন শরিফের কসম খাওয়া বৈধ আছে কি? উক্ত কসম ভঙ্গ করলে কাফফারা আসবে কি? নিবেদক, …মোঃআনিসুল হক উত্তরঃ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর দ্বারা কসম খাওয়া জায়েজ। সুতরাং প্রশ্নে উল্লেখিত সুরতে যেহেতু কোরআন মাজীদ আল্লাহ তাআলার গুন। তাই তা দ্বারা কসম খাওয়া জায়েজ আছে। তাছাড়া কোরআন মাজীদ দ্বারা কসম খাওয়ার প্রচলনও রয়েছে। আর উক্ত কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হবে। দলিলঃহেদায়া ২/১৪৭৯।ফাতাওয়ায়ে হক্কানি ৫/৩৪।কেফায়াতুল মুফতি ৯/১১৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *