উত্তরঃ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত ইসলামের যাবতীয় বিষয়গুলো অস্বীকার করা বা অস্বীকারকারীদের সমর্থন করা ভয়টাই কুফরীর অন্তর্ভুক্ত। সুতরাং প্রশ্নে বর্ণিত কাদিয়ানী মতবাদ বিশ্বাসীরা কাফের। কেননা তারা শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত খতমে নবুওয়াতের অস্বীকারকারী। এ দলের কাউকে যদি কোন ব্যক্তি মুসলমান মনে করে তাহলে সে যেন তাদেরকে সমর্থন করল।বিধায় সেও তাদের দলভুক্ত পরিগণিত হবে। দলিলঃ বাহরুর রায়েক৫/২০৮ মিরকাতুল মাফাতিহ ৮/৮৬১ কেফায়েতুল মুফতি ১/৪৬৩
Leave Your Comments